সাম্প্রতিক

6/recent/ticker-posts

অভীক মুখার্জ্জী

 


ঈশ্বর ভেবে দু’চার কথা

 

(১)

ক্যালেন্ডারে যেদিনগুলো ঈশ্বরের

সেইদিনগুলোয় রাতে ঈশ্বরের ফোন আসে

দিনগুলো অকর্মণ্য বলে

রাতের বাছাই করা ঈশ্বরের টেলিফোন

পরদিন দার্শনিক করে তোলে

 

(২)

ঈশ্বরের সংলাপ বোঝা যায়নি

কারণ কোনও অনুবাদক ছিলেন না

তবু দার্শনিকতার খাতিরে

যা বলেছি সর্বসমক্ষে, শুনে

ডুবন্ত আবালবৃদ্ধবনিতা গলা তুলে

বৃক্ষের মত আমাকেই ঈশ্বর ভেবেছে

 

 

(৩)

এক ঈশ্বর ফোন রেখে দিলে

নতুন ক্যালেন্ডারে পরবর্তী ঈশ্বর খুঁজি

কখনও কখনও অনিচ্ছা সত্ত্বেও

নিজেকে ঈশ্বরের অপভ্রংশ ভেবে,

সব দাঁত-নখ খুলে জন্মান্ধ সেজে থাকি

 

(৪)

ঈশ্বর শুধু শুধু বৃদ্ধ হন না

অন্তর্বেদনা অন্তর্যামীর জানলা ফুঁড়ে

সটান আকাশে ঝিনুক কুড়োতে চাইলে

অন্ধ সেজে ঈশ্বর বার্ধক্যের কবরে ঘুমতে চলে যান

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ