সাম্প্রতিক

6/recent/ticker-posts

স্বরূপ মুখার্জ্জী

 


দুটি কবিতা


এবং একটি বোধিবৃক্ষের জন্ম



বোধিবৃক্ষের নীচে অন্ধকার

তার মাঝে এক লাইনের মুক্তগদ্য

আমি আজ নিজেকে

বিনা রক্তপাতে আহত করেছি

 

নৈসর্গিক মৃত্যু বড্ড আদরের

ঝপ করে অন্ধকারের মতো নেমে আসে

 

চোরা গলির ধ্বংসস্তুপ থেকে

উঠে আসা হরিণ শাবককে

                       ভয় পায়

                                 নিষ্ঠুর ঈশ্বর

 

এখন আমি এক বিক্রিত ক্রীতদাস

 


একটি সওদাগরী কথা



একটা পৈশাচিক হাওয়া

যখন প্রেম কে চাক্ষুষ করে

দেওয়ালে লেগে থাকা ঝুলেরা তখন

বিপ্লব শুরু করে

 

 

শ্মশানের কায়া ছায়া হয়ে দেখা দিলে

অসময়ে বসন্ত জাগে বুকের মাঝে

বৃষ্টির প্রগলভতা দূরে সরে যায়

 

 

ঠিক তখনই বোঝা যায়

প্রেমিকার বুকের ভিতরও

অস্থি-মজ্জা আছে

এক নির্দয় চামড়া তাকে আবৃত করে রাখে

 

অসংলগ্ন পান্ডুলিপি হারিয়ে যায়

প্রেমিকার প্রেমের গভীরে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ