সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরঞ্জীব হালদার





দুটি কবিতা



একটি নিখোঁজ চিত্রকল্প


 

সংঘটিত হত্যাকান্ডের কোন দেরি নেই

তার ধারোলো প্রস্তুতিগুলো অনেক আগেই

তামাদি করা হয়েছে

 

হেলিকাপ্টারের শব্দ বহনকারী দিনকে

শেষবারের মত শুনে রাখুন

শুধু লক্ষ্য রাখা হয়েছে

গোপন চিঠি থেকে একটা ঈগলও যেন উড়তে না পারে

মৃতদেহের তক্তোপোশ সাজানো হয়েছে

উপার্জিত সুন্দরে।

 

এক চাকার সাইকেলের তো কোনও শত্রু ছিল না

সবাই এক একটা মৃতদেহের দাবীদার

শুধু স্বীকারোক্তি দিতে আসা সাইকেল আরোহিনীকে কোথায়ও খুঁজে পাওয়া যাচ্ছে না




উন্মাদ


 

তুমি কোনও উন্মাদিনীকে দেখেছো

নিরক্ষরেখায় দাঁড়িয়ে থাকা অ্যসাইলাম চিকিৎসক

 

যে থার্মোমিটার দিয়ে ক্লিয়োপেট্রার উষ্ণতা মেপেছিলেন 

তাকে অলীক আর্কাইভ থেকে নামিয়ে আনুন

পৃথিবীটা এখন উষ্ণ হয়ে আছে

ভেবে রাখুন সর্প দেবীকে কোন মদিরায় খুশি করবেন

 

দেখবেন ব্ল্যাক কম্যান্ডোরা যাতে নিদ্রাহত না হন

গাঙুরের জলে চোরা বিবেক ঘাই দেওয়ার আগে অবসাদ বিশারদ যেন ঘুমিয়ে না পড়েন

 

আমরা যে কম্পমান জীবিত নশ্বর

এখন সঙ্গম আর যুদ্ধক্ষেত্রের নেভা আলোয়

শুরু হবে পাঁচালী গান






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ