সাম্প্রতিক

6/recent/ticker-posts

রীনা ভৌমিক

 

স্পিরিচুয়াল-১  

 

অ-সুখ ঘাপটি মেরে চিলেকোঠায়

ছেলেবেলা মেয়েবেলা এবং আসন্ন সন্ধ্যাপথে

থৈ থৈ বিছানো জট 

একটা জীবন ধীরে হেঁটে চলেছে

 আয়না গুছিয়ে নিচ্ছে টুকরোয় লেগে থাকা

গুঁড়ো স্বপ্ন ও জলীয় বোধ

 একটা না পড়া চিঠির বুকে

                    ঘন হয়ে বসে আছি...

                                   ...আজ ও...

 

 

একটা অচিন আলো তিরছা ঢুকে পড়েছে ঘুলঘুলি ছাপিয়ে । আমার অন্ধ কুঠুরি কেমন মায়ায় ছয়ালাপ । যে সব শব্দেরা কান্না কুড়াচ্ছিল বিষন্ন নিঃশ্বাস বিছাচ্ছিল তারা ঘুরে দাঁড়িয়েছে নিজের দিকে । নিজস্ব মনে করে ছুট দিচ্ছিল যে দৃশ্য ও দৃশ্যাতীতে , স্পষ্ট হচ্ছে সেসব ধোঁয়াশা । বহির্মুখ যখন ফিরছে ভেতরে নিজের জন্য কষ্ট হচ্ছে । এই যে কিছু সময়ের জন্য পাওয়া জীবন , নিজেকেই দেখা হয়নি আদৌ । কতো স্বপ্ন আকাঙ্খা পাথর চাপা পড়ে র‌ইলো । জমে থাকা দিকহারা উচ্ছ্বাস গুমরে গুমনামি হলো । ছোট ছোট জাফরানি ভালোলাগারা আকাশ পেলো না । সমস্ত ক্ষয়ক্ষতি ভুলে তবু একবার ফিরতে চাইছি... একবার... নিজের কাছে... নিজের মতো করে.... 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ