সাম্প্রতিক

6/recent/ticker-posts

বন্যা ব্যানার্জী

 


 দুটি কবিতা

(১) ঈশ্বর কথা

 

ঈশ্বর আসেন।

দু দণ্ড ছুঁয়ে যান কপালের ঘাম।

দু চোখে হীরের কুঁচি। ঠিকরে ওঠে জন্মান্তর।

ভেষজ হয়ে ওঠে ধর্মের রং, আমার মত নাস্তিকও। মা পেতে দিয়েছেন হাতে বোনা আসন, বেড়ে দিয়েছেন অভাবী সংসার থেকে জমিয়ে রাখা চালের সফেন ভাত। গলায় আঁচল জড়িয়ে কাঁপা গলায় বলেন ' আপনি ছিলেন বলে!'

ঈশ্বর হাসেন। ফিরে আসার শপথ নেন। কারণ আজও আমাদের বর্ণের সঠিক পরিচয় হয়নি।

 

 (২)

 জেগে ওঠা

 

ঘুমের দোরগোড়ায় কড়া নাড়ে অজস্র ভুল।

গন্ধরাজ হয়ে ওঠে নাভি। বাড়াবাড়ি রকমের কল্পনা শক্তি ব্যাবহার করে কবিতা লিখি, গাই।

একতারা'রা গীটার হয়ে ওঠে মধ্যরাতে। দরবারির অতি কোমল গান্ধার ফিরে যায় এসে এসে, ডেকে ডেকে। পলক বুঁজে আসার আগে খুলে যায় বিস্ময়।

অজস্র ভুল কড়া নাড়ে। ঘুমের দরজায়।




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ