সাম্প্রতিক

6/recent/ticker-posts

রবিন বণিক

 

গুচ্ছ কবিতা



রহস্য


পুরনো  স্যাক্সোফোনের  মতো  গৃহস্থ  বিছানায়  আমাদের  রহস্য

রহস্যের  কোনো  নাম  নেই

চাদরে  ছিটেফোঁটা  বাতাসের  দাগ

বালিশের  গায়ে  কেবল  প্রাচীন  হারমোনিয়াম

পায়ায়  বিগত  সভ্যতার  গন্ধ

নাম  নেই,  রহস্যের  ভেতরে  কেবল  গাছের  ভায়োলিন

অযথা  সুন্দরের  মতো  আমাদের  ঘোড়া  বিনিময়

 

পাতার  উপর  অসংখ্য  সঙ্গম 

যৌন  অর্থনীতির  মতো  মেষপালকের  অধিকাংশ  দখল–





অসাধারণ 


অসাধারণ  ভেঙে  যাওয়া  মানে  এই  নয়

সমস্ত  আচমকা  একদৃষ্টে  তাকিয়ে  হাওয়ার  অসভ্যতায়

অসাধারণ  ভেঙে  যাওয়া  মানে  এই  নয়

বিষয়  ভাঙতে  ভাঙতে  ডুবে  যাওয়া  কোনো  গাঢ়  পরিকল্পনায়

অথচ

দেহের  ফলাফলে  ফুটে  আছে  মস্ত  বড়  ঈগল

দাম্পত্য  থেকে  কিছুটা  দূরত্বে  আমাদের  গণতান্ত্রিক  উঠোন

অসাধারণের  ভেতর  আমাদের  বিচিত্র  কৃষিক্ষেত্র




জন্মান্ধ চিল


রতিক্রিয়ার মতো ফুটে আছে পাখির দল

খুঁজে  বেড়াচ্ছি,  উদ্ভিদের  পর  উদ্ভিদ

তারপর  উদ্ভিদ  এবং  তারপর  যথারীতি  একটি  অলিখিত  পৃষ্ঠায়...

আসলে  কিছুটা  জানি,  আমরা  কিছু  পারি  না

পাখি,  ফুল,  রতিক্রিয়া  আমরা  জানি  না

আমরা  মানুষ  পারি  না,  আকাশ  পারি  না,  জল  পারি  না

না  পারার  কারণগুলো  আমাদের  অন্ধকারের  মতো  মুখস্ত

 

পেরে  উঠতে  পারলে  সংবিধানের  মাত্রায়  একটিও  জন্মান্ধ  চিল  বসে  থাকতো  না–


--------------------------------------

ছবি ঋণ: তাপস দাস






একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ