অগোছালো ইশারার দিনে
চলো সংরক্ষণ, কিছু কথা হোক
কথায় মুছে যাওয়া সেইসব বাতিল কথা
গরম পকোড়া নিয়ে বসে আছে মায়া
দু’এক পেগ সন্ধানী ঢেউ ধুয়ে মুছে দেবে
ব্যর্থ আকাঙ্খা, উঁচু
নিচু বৃত্তান্তের ছবি
মোলায়েম হারিয়ে যাওয়াগুলো জানি ঠিক
খুঁজে নেবে তোরঙ্গ ঠিকানা
তুমিও জেনে রাখো, বয়স হচ্ছে
কিছু যত্নআত্তি, কিছু আয়নাবিলাস
তোমারও প্রয়োজন
বাতাসে এখন উপসংহার দোল খাচ্ছে
তাড়া দিচ্ছে খুব, গোছগাছ
কি শেষ হবার ?
বরং কাঁচা শালপাতায় মোড়া মন খুলে পড়ি
প্রাচীন লতার প্রেমগল্প, প্রাগৈতিহাসিক
শিহরণ
খুলে দেখি, ভাঁজে ভাঁজে কত
কুঞ্জস্মৃতি
কত লায়লা-মজনু, কানু-রাই ঘোর
এই পর্ণমোচী দিন, এই হৃদিসুহৃদ অন্ধকার
আমাদের
এসো দু’এক টুকরো ভ্রম তোমায় উৎসর্গ করি--
0 মন্তব্যসমূহ