সাম্প্রতিক

6/recent/ticker-posts

পলাশ গঙ্গোপাধ্যায়

 


দুটি কবিতা


লৌকিক 

 

মাটির পাশে খোলামকুচি রাখা 

মাটির পাশে রাখা গ্রীষ্মকাল

শীতশহরে দোতরা বাজলে নিশ্চিত জানি 

এ প্রেম খুঁজে পাবেনা আন্তর্জাল 

 

 


 

মন্তাজ 

 

বিহুর গায়ে ওনামের ছায়া পড়ে 

সবুজ নেচে ওঠে ঐশ্বর্যে ভরপুর 

মঞ্চে যখন আলো এসে ছুঁলো তার নাম

প্রকৃতির গলায় সাধলো জীবন সুর




বলো সোহাগ, করো গুঞ্জন 

অভিসারে ঝনঝন এই আয়ু 

তীর্থ কোথায়? ও বসুন্ধরা !

আনন্দলহরি পারাপার করে স্নায়ু

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ