কবিতা
পুরুষতন্ত্র
আপনার
সবটুকু গিলে খাই আমি
পা
থেকে উরু উরু থেকে যৌনাঙ্গ
আপনার
নাভির গুহায় জল মাপি
কামড়
খাই বুক গলা ঠোঁট
আঁচড়ে
ফালা ফলা করি পিঠ ও নিতম্ব
তারপর
আপনাকেই ধারণ করি নিজের ভিতরে
তলপেট
ফুলেফেঁপে ওঠে
থাবা
চাটি
জিভ
নাড়ি
হিস্
হিস্ করি
ফণা
তুলি
শুধু
প্রসব
করি না
আপনাকে
ভিতরে নিয়েই
মারণযজ্ঞের
আয়োজন করি
0 মন্তব্যসমূহ