সাম্প্রতিক

6/recent/ticker-posts

মানসী কবিরাজ

 


কবিতা

 

পুরুষতন্ত্র

 

আপনার সবটুকু গিলে খাই আমি

পা থেকে উরু উরু থেকে যৌনাঙ্গ

আপনার নাভির গুহায় জল মাপি 

কামড় খাই বুক গলা ঠোঁট

আঁচড়ে ফালা ফলা করি পিঠ ও নিতম্ব

তারপর আপনাকেই ধারণ করি  নিজের ভিতরে

তলপেট ফুলেফেঁপে ওঠে

থাবা চাটি 

জিভ নাড়ি

হিস্ হিস্ করি 

ফণা তুলি

শুধু 

প্রসব করি না

আপনাকে ভিতরে নিয়েই

মারণযজ্ঞের আয়োজন করি

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ