সাম্প্রতিক

6/recent/ticker-posts

পার্থজিৎ চন্দ

 


কবিতা



স্ট্রেচ-মার্কস

 

আলো পিষে দিয়েছিল। আলো-ভারে আমি থেঁতলে গেছিলাম

পারদ-বলের মতো গড়াতে গড়াতে চলেছিলাম ধুলোর ওপর দিয়ে

এই অবিস্মরণীয় অভিজ্ঞতার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে পাখি

পাখির পেটের স্ট্রেচ-মার্কস আর গোল-পায়রার মাটির ভেতর 

পুরে দেওয়া ডাক স্তম্ভিত করে দিয়েছে আমায়। পাখিটির পেটে

এই যে অসংখ্য নদী, মরা-খাদের ভেতর দিয়ে যেন

টেথিস সাগরের দিকে বয়ে যাচ্ছে লাভার প্রবাহ…সরু লাল শিরা

ঘুমে ঢলে পড়ছে পুরুষ পাখিটি

আলো-পেষা ঘাসের ভেতর থেকে দানা খুঁজে খুঁজে 

জঠর-শূন্যতা ভরিয়ে নিচ্ছে সদ্য-প্রসবিনী

ভরাট হয়ে উঠছে স্ট্রেচ-মার্কস আর খাদ থেকে

উপচে পড়ছে মরা পোকাদের মতো হাজার হাজার

                                 পুরুষের মাথা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ