সাম্প্রতিক

6/recent/ticker-posts

স্বপন রায়

 



রিয়া আবার সিরিজ কবিতা


রিয়া আবার-১৪

 

অনুমানে একপিস, সান্দ্র কমলাতেও     ছিঃ বললো

                               রেউরে মিশলো সন্ধ্যার টকি

বি

রতির আগে

এম্মা 

এ তো সেই ঘোর লাগা ঘের সারাটিজীবন হয়ে কাঁপা

 

টকিতে গওহরজান একটি রুমাল ছিল ব’লে 

                                                 কিছু চেপে রাখা 

মুছে ফেলার দাগও কিছুটা....

 

 


রিয়া আবার-১৫ 

 

হাস্কি গমের বুকে কট্টর উল না হয় বিকেলফেরত আস্কারা

দাগ ছিল

দাগে শেরিশেরি ধুকপুক 

“এই শোনো” বলার পরেই জানলায় পড়ে রোদবিহান আলো

 

রিয়া

 

জীপ টায়ার পরছে, কবেকার বটুয়া যাচ্ছে পানের রন্ধ্রে নাকি কিছু পরছ বলে

 

শব্দটা 

শব্দরা 

 

গমের রং তো কবে থেকেই নিবাসী রিয়ার শীতে শীতে বাহারী উলেন

 


 

রিয়া আবার-১৬


সেই জল 

কাপের ভেতরে

কফি বনাবার শব্দে

 

আর চাঁদও অত আঁকা মনে হচ্ছে না যে পাল তুলে দেবে নৌকো

 

জলে 

কে যেন সরল বাসের জানলা মেশায় 

সে নামে

সে যায় জাফরিয়ানা ভেঙে ভেঙে

 

জল

কফির স্পিন

আজ কোন শব্দেই গ্রীষ্ম হবে না দেখে বৃষ্টিও দু চার ফোঁটা

 

সে তখন 

রেনকোটের পুরোটা যখন গোধুলিরিঝিমে সিপিয়া

1


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ