অসমাপ্ত গানের খাতা : ৫
গান জাগে মধ্যরাতে। সুরের মরাই 
শস্য নিয়ে পুড়ে যেতে থাকে সারারাত ! 
গভীর জল্পনা জাগে জলেস্থলেঅন্তরীক্ষে 
জাগে, পুরোনো বিকেলস্মৃতি, নদীবন্দরের থেকে 
ক্রমে দূরে চলে যাওয়া 
                মায়াজাহাজের 
ক্রমঅপসৃয়মান হয়ে যাওয়া
                             ইস্টম্যানকালারের
ছবি ! 
পুড়ে ছাই হয়ে যাওয়া গান থেকে 
অতর্কিতে 
আরও একটি গন্ধরাজ ফোটে ! 


0 মন্তব্যসমূহ