সাম্প্রতিক

6/recent/ticker-posts

মুহাম্মদ শামীম

 


গুচ্ছ কবিতা

 

পুতুল


ঈশ্বর মানুষ বানালেন

আমরা পুতুল রূপী যন্ত্র বানালাম;

ঈশ্বর বিবেক দিলেন

আমরা দিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা!

 

দীর্ঘশ্বাস


ডানে বামে তাকালে যা কিছু দেখা যায়, তার কিছুটা ঘুম, কিছুটা ব্যস্ততা আর সবটুকু দীর্ঘশ্বাসের!

 

দীর্ঘশ্বাস জমতে জমতে মেঘ হয়, বৃষ্টি নামে;

আবার সেই বৃষ্টিতে ভিজেই আমরা রোমান্টিক হই!

 

দুটি সত্য


একটা জীবন কখনোই জ্যামিতির ধারার মতো সরলরৈখিক নয়। 

 

প্রতিটি জীবনের দুটি সত্য। 

এক. নিঃশ্বাস এবং প্রশ্বাস।

দুই. দীর্ঘশ্বাস। 

 

শুক্র

গোধূলীতে চাঁদ দেখে যতটা মুগ্ধ হই, 

বিকেলে কিংবা খুব ভোরে; তার ছিটেফোঁটাও নই।

ভোরের শিশিরের মতো চাঁদও পরাশ্রয়ী।  

 

রাতের আকাশে রূপালী চাদের আলোয় যতটা বিমোহিত হই, সন্ধ্যা-কাশে জ্বলজ্বলে, উজ্জ্বল শুক্র ঠিক ততটাই ম্রিয়মান।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ