সাম্প্রতিক

6/recent/ticker-posts

মাসুদার রহমান

 


গুচ্ছ কবিতা


কাঠের বন্দুক

 

কাঠের বন্দুক- অনেক বছর ধরে কাঁধে বয়ে বেড়াচ্ছি, আজ কিংবা কাল তোমার সঙ্গে একটা হেস্তনেস্ত হবে

 

মেরুন পাথরের আংটি অনামিকায়- বন্ধুত্বের দিনগুলোয় তোমার নিকট থেকে পেয়েছিলাম, তার স্পর্শে কখন এই বন্দুকের কাঠে কুড়িসহ পাতা গজিয়েছে

 

তাক করা তর্জনীর মতো দৃঢ় নলে শিস দিয়ে বসেছে এক পাখি

 

 

 

 

 

লাল টমেটো গিলে নিচ্ছে সরীসৃপ

 

আধুনিক কবি, তো চাঁদ নিয়ে লিখবেন কেন! স্তন নিয়ে লিখতেই পারেন,স্তন এক চিরন্তন বিষয়।স্তনের আদলে কারখানায় গনগনে লাহা পিণ্ড গোল গোল করে তোলা হচ্ছে

 

শহরের বহুতল ব্যালকনি থেকে গভীর রাতের দিকেআকাশে লাল টমেটো গড়িয়ে যাওয়া দেখেছেন কবি

 

দূরে নদী। ধু ধু বালুচর, অতিকায় সরীসৃপ টমেটোটি গ্রাস করছে আর চোয়াল বেয়ে গড়িয়ে নামছে জোছনা

 

 

 

 

সড়কে এক ট্রাক

 

পাকা ধানের মতো মেয়েটির শরীর ভরা গয়না, যদিও তা বড় কথা নয়। কথা হল, প্রথম দেখায় তাকে ভালো লেগেছিল

 

কে জানতো মেয়ে বিবাহিত! স্বামী বেচারা তার হঠাৎ চলে এলো

 

গৃহস্থের গোলা থেকে নেমে নেওয়া ধান; ভর্তি ট্রাক সড়ক কাঁপিয়ে চলে যাচ্ছে

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ