সাম্প্রতিক

6/recent/ticker-posts

শম্পা সামন্ত:কবিতা

 





কবিতা


বুনো মহিষের বর্ণপরিচয়

 

 

কোথাও কোনো জলাশয়ের পাশে কোনো সমৃদ্ধ সাঁতার নেই যেখানে পুরস্কৃত হচ্ছেন নীলরতন সরকার

অথচ এক সমৃদ্ধ শহরে তার নামে শুশ্রূষালয় স্থাপন করা হচ্ছে

প্রগাঢ় সবুজ বনের পাশে কোনো কলহের অপেক্ষারত ক্যারামবোর্ড, তার হারিয়ে যাওয়া লাল ঘুটির জন্য দীর্ঘ তপস্যায় মগ্ন

রোগীর লাইন থেকে সূর্যোদয় হবে; হাসপাতালের ঘুম ভেঙে গেলে সেই জাগরণ থেকে জন্ম নেবে কল্পিত দিনরাত্রি

আর সেই ক্যারমবোর্ড তার মূল্যবান লাল ঘুঁটির পিছনে জঙ্গী হামলা লেলিয়ে দিয়ে শীতঘুম বেছে নেবে আস্ত পৌষ মাস

অথচ ভীষণ রুগ্ন পা দুটি লাইনে দাঁড়িয়ে উড়িয়ে দিচ্ছে সমাগত অপেক্ষার পাখি

উড়তে উড়তে এক বিদ্ধস্ত বৃক্ষশাখার খোঁজে অফুরান জীবন বন্দনার অলিগলি খুঁজে ক্ষুধার্ত সরিসৃপে পরিণত হচ্ছে

যেখানে প্রাতর্ভ্রমণে বেরোনো সকল মোমবাতি সন্ধ্যার আরতির জন্য প্রস্তুত

জলাশয় নিমজ্জিত সফল সাঁতারুর স্মরণসভায় আজ পঠিত হবে বুনো মহিষের বর্ণপরিচয়




 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ