সাম্প্রতিক

6/recent/ticker-posts

কুমারেশ তেওয়ারী





দেবী



রূপের ভেতরে নামি অরূপের সন্ধান বাড়াই
চোখের ভেতরে থাকা খোঁজতত্ত্ব ঘুম ভেঙে জাগে
রাধাকান্ত শরীরের দেবী এক শীল ও নোড়াই
বাটা মশলাটি রাখে বাটি ভরে আচাভুয়া রাগে

আসলে তো দেবী নয় যেন এক পরকীয়া ভান
শরীরে শরীর গড়ে ছলছলে মাছের প্রতিম
আবার কখনো যেন দুধ ভরা পরমান্ন-ধান
কক্ষপথে পেড়ে যাবে স্বর্ণকান্তি গোধিকার ডিম

অরূপের থেকে পুনঃ ফিরে আসি রূপের ভেতর
শরীরের স্নায়ু ঘিরে নেমে আসে জ্বরের প্লাবন
ধনুকের ছিলা ছিঁড়ে উঠে আসে মিথ সয়ম্বর
হরণের তীব্র নেশা যেন সেই প্রাচীন রাবণ

দেবীও কৌশল জানে মারিচের সোনার হরিণ 
ধনু হাতে ছুটে যাই সম্মোহন ঘোরের অধীন



কুমারেশ তেওয়ারী