সাম্প্রতিক

6/recent/ticker-posts

রিমি মুৎসুদ্দি




অগভীর খাদ ও মৃত পাথর



পৃথিবীর প্রতিটা গর্তই এক একটা গভীর খাদ
নীচে নামলেই রহস্য আর নতুনত্বের স্বাদ!
মাটির মায়ায় জলের গভীরে অদ্ভুত এক আঁধার,
সেখানে ঘুমিয়ে সুপ্ত নিশ্চেষ্ট এক ভ্রূণ।
কিছুটা সূর্যের আলো আর কিছুটা নিস্তব্ধতায়
জলের চাদর থেকে যেদিন জন্ম নেবে স্বাস্থ্যবান এক মেঘ
আর তার ঘন নিঃশ্বাসের শব্দে মাটির বুকে জেগে উঠবে পাথরের শরীর।

পাথর জমে গড়ে ওঠা ইমারতের ছাল উঠে গেলে
পড়ে থাকবে সজীব লালচে এক দগদগে ঘা,
ঠিক যেন পৃথিবীর প্রতিটা নগ্নতা।
পাথরের পরত যাকে এতদিন মাতৃজঠরের মতো ভিজে মায়ায় ঢেকেছিল
তবুও ধূপের গন্ধ শঙ্খ ঘন্টা কাসর ধ্বনি অথবা আজান 
পৃথিবীর সব প্রার্থনাই আসলে লিখে রাখা পাথরের ইতিহাস 
যেখানে অস্তসূর্যকে ধরার প্রয়াস আবহমান।
অথচ ছায়া আর অন্ধকারের নিঃশ্বাসে 
পড়ে থাকে অগভীর খাদ আর মৃত পাথর...



রিমি মুৎসুদ্দি