সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিপ্লব গঙ্গোপাধ্যায়





কথাদের গেরস্থালী



অথবা এমনও হতে পারে দরজার গা থেকে শব্দগুলো খুলে নিয়েছে কেউ
এখন চুপচাপ রাত্রির ভেতর অতর্কিতে ঢুকে পড়ল দখলদারি হাওয়া

আসলে বুনিয়াদী কৌশলের  ভেতর বিভ্রম জমেছে কখন 
ভঙ্গুর আলোর গায়ে বিকেলের ম্লান চঞ্চলতা। 

কথাদের গেরস্থালী 
গমগমে শব্দে আর ভিজে উঠছে না।


বিপ্লব গঙ্গোপাধ্যায়