সাম্প্রতিক

6/recent/ticker-posts

সমরেন্দ্র বিশ্বাস




দুটি কবিতা


১)

গ্যালিলিওর ছায়া



এই পৃথিবীতে আমাদের সঙ্গে
সব সময়েই ঘুরতে থাকে একটা সত্যান্বেষী ছায়া,
এ সেই ছায়া যে মৃত্যুদন্ডকে উপেক্ষা করে বলেছিলো 
পৃথিবী ঘুরছে, তা সূর্যের চারপাশেই!
এ সেই ছায়া যে সব সময়ই লগ্ন থাকে গ্যলিলিওর চারপাশে,
এ সেই ছায়া যে আজও রাস্তায় রাস্তায় একা ঘুরে বেড়ায় !

  
২) 

উত্তল ঢেউ, স্তব্ধ অবতল


দুচোখের নদী ছিন্নমস্তা বয়ে যায় ।
শাড়ির আঁচল ছোঁয় তট, অন্ধ হাওয়া,জন্মধূলো,
জলের ছায়ায় ভাসে নিষিদ্ধ আঘ্রাণ ।
উত্তল ঢেউ , স্তব্ধ অবতলে শরীরী নিঃশ্বাস !




সমরেন্দ্র বিশ্বাস