সাম্প্রতিক

6/recent/ticker-posts

পৃথা চট্টোপাধ্যায়





নস্টালজিক সন্ধ্যায়



রাইনের নীল জলে ক্রুজে বসে
নক্ষত্রলোকের  ঘাটে
অলৌকিক আমি 

নগ্ন দেহে জলে নামে স্থাপত্যের ছবি 
আমি বসে গন্ধ মাখি 
ছুঁয়ে ফেলি গোপনীয় খাঁজ
নষ্ট কোনো নস্টালজিক দাঁড়ি কমা
খোঁজ করি বিবরের বিবর্তন 

যে দিকে শহর নেই 
উদ্ধত বিস্তার আছে আমার সোহাগ 
রক্তে আর তামাশায় ইচ্ছা প্রলোভনে
উদাসীন কিছু প্রেম 
শতাব্দীর যৌন জ্বালা ধুয়ে    
                                     ফেলে        
রকমারি .com  বুকে নিয়ে 
দ্বিধাহীন ঈশ্বরের পাশে শুয়ে থাকি।


পৃথা চট্টোপাধ্যায়