মরবিড নামতাঘর
এমনই সব এলোমেলো অন্ধকার
নামে
যার সাথে কোন কিছুর
লিংক নেই
একটার পর একটা খুলে
যায় ইস্কিমিক রাতের
লকগেট
ঝিরঝির বৃষ্টির ব্যাকগ্রাউন্ডে
জেবিএলের ফ্লিপ টু থেকে
রশিদ খানের মেঘমল্লার
বাজি রাখা যৌবনের নোটপ্যাডে
মাল্টিকালার
নেলপালিসের দাম্পত্য
চুমুর ডিসেকশন রুমে চেরা
গোধূলির ঠোঁট
সব কাটাকুটির ফলাফলে শূন্যতা
বাসা বাঁধলে
রাজনীতির ব্যারিকেডে খিদের ডকুমেন্টারি
একটা অক্টেভ থেকে পরের
অক্টেভে পৌঁছনোর
আগেই সব ডিলিট মোড
জিরো অপশনে আদিগন্ত শূন্যতার উড়ান
নো ভ্যাকেন্সি জোনে কিছু
নীলসাদা আঁচড়
সাড়ে তিনহাত জমির গেমপ্ল্যান
রিভার্স না
হলে
ব্যাকওয়ার্ডে জমা হয় কুয়াশার
ফুটপাত
খিস্তিখেউরের প্লাস্টিক দেওয়াল ফুঁড়ে
নির্মেদ তলপেটের টান
ঘুম ঘুম রাত ঝিকিমিকি
তারা
কারা যেন লটকে দেয়
মাতালের চোখ ল্যাম্পপোস্টে
পথচারীর মৃত্যুতে কুকুরের কোর্টমার্শাল
হলে
অ্যালজোলামের পাতা অবিকৃত থাকে
সময়ের কাছে আনমনা মরবিড নামতাঘর
সাজানো থাকে
টিপটপ শোরুমের চেহারায়।
আমরা ক্রমশ আসবাবের জায়গা
নিতে থাকি।