সাম্প্রতিক

6/recent/ticker-posts

মানিক বৈরাগী






ভালো থেকো কমরেড, মাঘনিশীতে


ঘুম দেবী পাশে রেখে তোমার কথা ভাবি না বেদনার কথা ভাবি। ঘুম রাণী বেড়াতে গেছে অর্জুনের ঘরে।
এমন নয়  অপেক্ষায় থাকি চাতকের মতো।
মিছিল শ্লোগানে কেটেছে প্রেম তাড়নার কালে, অন্ধকারাচ্ছন্ন দেশে জ্বেলেছি আলোর মশাল পথে প্রান্তরে। বিয়ের বয়সে খেটেছি জেল,হয়েছি ফেরারি,সেই সব দিন রাত্রির কথা ভাবতে ভাবতেই,
যামিনী কামিনীরা কেউ আর আসেনা কাছে, এমন নয় কারো প্রতিক্ষায় নির্ঘুম প্রহর কাটে,বা
তোমার জন্যে তোমার জন্যে।

তুমি তোমাদের কৌশল ঢের জানা, মানব সমাজের রুপান্তরের বিবর্তনের ইতিহাস, তথাকথিত সভ্যতা পুঁজি জ্ঞান বিজ্ঞানের কুফল কি কেনমানুষের মাঝে মানুষের বাচা মরার লড়াইয়ে,
ইলা মিত্র প্রীতিলতা মনোরমা রোকেয়া আরো আরো, তারাও নারী, তারাও প্রেমিকা তারাও যোদ্ধা, তুমিও নারী, তারাও নারী। আমি সেই যোদ্ধার সন্তান, তারা মানব মানবী।

 শুধুই নারী ভোগ উপভোগ শখের পুতুল ছিঃ,তুমি তোমাদের মগজের কোষে কোষে আছে,
যৌনতা একটি কারখানা,কারখানায় লিঙ্গ,দেহ মুখ,ঠোঁট, হাত পা এক একটি কারখানার যন্ত্রাংশ মাত্র। ছিঃছিঃ। আর 
কৌশল প্রলোভন ছল কলের খাঁচায় পোষমানা সুন্দরী উৎপাদন সহযোগী, আমার কথা ভেবোনা তুমি ভাবো তুমি  উপকরণ কি-না!!

এই মাঘের শীতে তোমাদের পুষ্য পুলিশের যন্ত্রণা, মানব সন্তান পুলিশও মেশিনারি পার্টসের অংশ মাত্র,তোমাদের  বানানো ট্রেড ইউনিয়ন নেতাও পার্টস। পুঁজির প্রয়োজনে পারো না এমন কোন কিছুই কি বাদ যায়?
 মানব মানবীর প্রবিত্র সঙ্গমকে করো ব্যবসার অংশ,আদরের মহব্বতের সঙ্গমের দেহাংশকে করো পার্টস। ছিঃছিঃ তোমরাই শিক্ষিত, সভ্য!!
 
 প্রকৃতির গহীন অরণ্যের বিজনে লিখছি পড়ছি ঢের,ভোরের তরতাজা রোদ, কুয়াশার ধোঁয়া বন মোরগের ডাক,আমাকে সুস্থতা দেয়, দেয় প্রণোদনা,দেয় প্রেম মহব্বত।
এই ঢের ভালো আছি, বনে জঙ্গলে আদি মানবের সাথে। আমি ফিরে এসেছি মৃত্যুর দুয়ার থেকে। সুখে থেকো কমরেডস নব তত্বে। লাল সালাম।



 মানিক বৈরাগী