সাম্প্রতিক

6/recent/ticker-posts

শর্মিষ্ঠা ঘোষ:কবিতা

 


দুটি কবিতা

ডিলেমা 

আমাদের রচনায় রবি ঠাকুর স্বপ্নে মেরিল স্ট্রিপ
উত্তম কুমারের লিপস্টিকের পাশে ম্যাচো রিচার্ড গেরে
এই দোটানায় আমাদের সেক্সুয়াল ওরিয়েনটেশান লিবিডো
হ্যাঁ না হ্যাঁ না করতে করতে স্টেশনের পর স্টেশন
নিজেদের ঘর বার ফেরি করতে দরদাম করছি
সম্পর্ক আর সুতো ব্যস্তানুপাতে দূরে যাচ্ছে একা হচ্ছি ক্রমশ
আমাদের কথায় ঔপনিবেশিক ঝোঁক কাজে তানাশাহি
ফন্দিবাজ থেকে বিবর্তনের প্রথম ধাপে বিশ্বাসযোগ্যতা কম কম
পহেলে আপ পহেলে আপ করতে করতে একপাও এগোচ্ছি না কেউ
মাঝখান থেকে আবোলতাবোল বকছে পড়া ভুলে যাচ্ছে তোতা








থাকা

খুব ঝাঁকুনি দিচ্ছে না বলে বুঝতেই পারছনা সে আসে
দরজা জানালা আলতো খোলে বন্ধ করে যাবার সময়
ঘুমের ব্যাঘাত ঘটায় না চড়া আলো নেই চিৎকার নেই
ইলশেগুঁড়ি
 শব্দহীন চুমু ভেজা গালে চোখের পাতায়
জমক গমক ধুন্ধুমার নেই তবু একটা ছোট বেলা এবং যৌবন
পাতায় পাতায় বলেছে চলমান রেখে গেছে
 সময় কথা তাহাদের
যাদেরকে একডাকে বলে দেওয়া যায় হৃদয়ং তব মন্ত্রমুদ্ধ
প্রকাশ‍্যে জড়িয়ে এবং অন্তর্গত কয়েকগ্রাম আত্মার ভেতর
আলো ভালো সমস্ত সম্পর্কের ঢেউ ভাটি পথে দূরে গেলে
কাস্তের ফালিটির মত শুক্লপক্ষে পেড়ে আনি স্মৃতির নকশা
যা ছিল আমাদের জোনাকি বেলাতে আছে
 যা ক‍্যারাট বাইশ

 




                                            শর্মিষ্ঠা ঘোষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ