সাম্প্রতিক

6/recent/ticker-posts

সংবেদন চক্রবর্তী:কবিতা

 




দুটি কবিতা


যুদ্ধ সংক্রান্ত


 

প্রতিটি পাখির চোখে অরণ্যের স্বপ্ন আঁকা থাকে

বাজপাখিদের ঘর তবু আমি দেখিনি কখনো। 

আমি বোঝাতে পারিনি হত্যা বিষয়ক শিকারীকে

অথচ হত্যার মধ্যে রক্তস্নাত দেশ লেখা হয় 

অশোক স্তম্ভের থেকে যতটুকু অশ্রু ঝরে পড়ে

ঠিক ততটুকু চোখ কলিঙ্গ যুদ্ধের ইতিহাস

আমি বোঝাতে পারিনি, অরণ্যের ব্যাধ ব্যাধিনীকে 

চাহিদাই শুধুমাত্র কী যুদ্ধের যথার্থ কারণ?

 

বিবর্ণ গাছের দেহে অশ্রু লেখে প্রচন্ড পৃথিবী

ফুল ফোটে না আগের মত পাখিরা ডাকে না আর

নিস্তব্ধ গাছের শাখা-প্রশাখায় রক্ত লেগে থাকে।

পাতায় পাতায় হত্যা কথা দেশ থেকে ইত্যাদিতে

 

এসব যুদ্ধের কথা লিখে রাখে অসম্ভব ভোর

সন্ধিহান মানুষের মত ডাকপাখির চলন

 

একটি পাগল শুধু চিৎকার করে বলে ওঠে

পৃথিবীর কাছে আরো বেশি জীবন চেয়েছি আমি।

 


সংবেদন চক্রবর্তী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ