সাম্প্রতিক

6/recent/ticker-posts

রাজীব সিংহ: কবিতা

 



বসন্তদিনে


 

চিরায়ত বন্দি ওই স্পর্শবোধে শিহরিতপ্রাণ

কী যেন হারালো রাত মঞ্চজুড়ে তীব্র কথকতা

আলো জাগে জেগে থাকে মুগ্ধ আঁখিকোণ

কুয়াশা পাশেই ছিল জল ছুঁয়ে জলেরই আদল

কে কাকে ছুঁয়েছে বলো রাতভর কথা অনর্গল

একা মাঠ জেগে থাকে জেগে থাকে আবির পরাগ

অনেক ছুটেছ ক্লান্ত পদচিহ্ণ হারায় পলাশে

ভগ্নদেউলে জাগে ভগ্নমন বসন্তের পাখি  

দুচোখ গভীর আরও অগভীর এই হাওয়াস্রোত

বসন্ত জাগ্রত আর নিঃসঙ্গ এ বসন্তদিন





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ