সাম্প্রতিক

6/recent/ticker-posts

সোমা পালিত ঘোষ: কবিতা:দৈব

 

 দৈব

 

জ্যোৎস্না তরল প্রতীক্ষা শয্যায় অষ্টপ্রহর 

দুধ গন্ধ এঁকে বসে থাকো —

শাকাহারী পদ্মরঙা সম্পর্ক

 

জল চাপানো উনুনরাঙা তহবিল বিন্যাসে জড়ানো যুবতী শিরায়... 

 

নদী মুখো আগুন- বৈরাগ্য ভেঙে 

পাতার শুশ্রূষায় গলে যায় বাদামী গাভীর মতো ঘাসের ক্ষেত্রফল বুঝে নিতে...

 

মুখোমুখি        হলুদ পরমাদ 

                       দূরের হট্টবাস

 

... ফুটন্ত তারার মতো মাতৃকালীন ময়ূর ডাকা মেঘে মেঘে ফিরে যাই পুরনো জন্মের দিকে...



 


সোমা পালিত ঘোষ

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ