সাম্প্রতিক

6/recent/ticker-posts

সংহিতা বন্দ্যোপাধায়:গুচ্ছ কবিতা:ভাষা



গুচ্ছ কবিতা


ভাষা


(এক)

ভাষা এক আর্তনাদ !
আর
 একমাত্র  আর্তনাদই নিরহঙ্কার !




(দুই)

নিরন্ন পাকস্থলী,
 আর  নিরাশ্রয়ের  ভাষা মর্ষকামী
উদবৃত্তের
  অসংবদ্ধ উচ্চারণ তার চেয়েও সাংঘাতিক!


 

(তিন)

প্রত্যেক মানুষের মধ্যে , ভাষাহীন অপঠিত  শিলালিপি থাকে।
প্রত্যেক মানুষেরই মধ্যে থাকে তার নির্বাক ঠিকানা।
সেখানে সে বাস করে দধীচির মতো আত্ম নিবেদনে
একদিন অস্ত্র আবিষ্কারের অনুসন্ধিৎসায়!




(চার)

আগ্নেয় বৈভব যখন উত্তরাধিকার ,
তখন
 বিপ্লব সংস্কারের ভাষা পড়তে পারে ।
আত্মিক মূল্যবৃদ্ধি সেখানে অনুমেয় সংখ্যামাত্র ।




(পাঁচ)


কালে কালে জানলাম ,
সমস্ত পৃথিবী এক অসংগঠিত পাঠশালা
 !
কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে,
 ভোট যন্ত্রে আলোকিত পথ ,
মৌলবাদ, আর কামাতুর বর্মী বাক্স,

প্যানডোরার বক্স,কোন তফাৎ রাখেনা,

স্থবির, ব্যক্তিকেন্দ্রিক সাম্যবাদের সাথে !
যতদূর দেখা যায় –
 ছিন্নভিন্ন হাত,

পাকস্থলী, জরাসন্ধ  দেশ দেশান্তর !
হে পার্থ !
 নিমিত্ত মাত্র,  খুবলে খায় স্বর্গের শকুন!  
সমস্ত
 পৃথিবীর পরিমার্জন প্রক্ষালন শেষ হয়ে গেলে,
আমরা আবার
  আটচালায় বসবো।
গাছ আমাদের স্থৈর্য্য শেখালে,

আগুনের কাছে হবো  সমিধ স্নাতক !
সমস্ত পৃথিবীর
 অসংগঠিত পাঠশালায়,
সিদ্ধার্থ একদিন যেমন ...

 

 

 


সংহিতা বন্দ্যোপাধায় 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ