ভীমপলাশি
হাসতে হাসতে শোক পেয়েছি
হাঁটতে হাঁটতে বুক—
পেতেছে সে বুক পেতেছে
এমনই অসুখ
ভালবাসার উল্টো গাঙে সাঁতরে যাওয়ার সুখ
যে চায় সে তো উদ্ভিন্ন, শান্ত কিন্তু ধার
শরীর বেয়ে গড়িয়ে নামে এমনি ব্যবহার
চোখের ভেতর বেপরোয়া সন্ধ্যাভাষার গান
ভাসবে এবার ঠিক ভাসাবে বিপন্ন সাম্পান।
3 মন্তব্যসমূহ
আবেগের মিষ্টতায় মুগ্ধ হলাম। লিখতে থাকুন দিদিভাই। আরো কবিতা পড়তে চাই।
উত্তরমুছুনসাম্পান দুলে উঠল।
উত্তরমুছুনচমৎকার
উত্তরমুছুন