সাম্প্রতিক

6/recent/ticker-posts

বিজয় সিংহ: দুটি কবিতা


দুটি কবিতা


জনস্থানমধ্যবর্তী


 ১


ক্ষতচিহ্ন নিয়ে এই

৮ বাই ১০

অলীক আচ্ছন্ন হয় রজনীবিহীন অতিরাতে

রাক্ষসেরা নানাবিধ চাঁদের অবৈধ ছেঁড়ে আর

ডাকাবুকো পরীদের ঝুন্ড

যৌনক্রীড়ায় নামলেই

যে শীৎকার

মার্গীয়সঙ্গীত ভাবে দেবতারা ওগো

পাঠক জানুন আমি

ভূমিহার হই

দৈবের রজনীকান্ত হয়ে ওঠি


 

শব্দভর্তি বুকসেল্ফ আয়ুজব্দ শ্বাস

তোলপাড় টেবিলজুড়ে

উল্টোশোয়া বই গ্লাস খাতা

দাঁড়ানো ও কাত হওয়া জোড়া

স্লিপারের সঙ্গে বার্তাহীন

কঙ্কালের ছায়া নিয়ে এই ৮ বাই ১০

বহির্বিশ্ব থেকে দু একটি কুকুরের ডাক

উড়ে আসে পরাজাগতিক থেকে

জলের বিধর্ভ ধ্বনি ফুলেদের রোম

এছাড়া কোনো সহিংস নেই

জানলা দিয়ে ঝাঁকিমারা অন্তর্গত দেখে

ডানাওয়ালা অগাধ পরিরা শুধু

ডাইনোসরের মৃত হাঁ

                বলে ভুল করে থাকে



বিজয় সিংহ



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ