সাম্প্রতিক

6/recent/ticker-posts

চন্দ্রাণী গোস্বামী:মুক্তগদ্য:আই ডিসার্ভ


আই ডিসার্ভ

 

তুমি বললেই হন্তারক নখগুলোর ধারালো কোণা গুটিয়ে নিতে পারি মালতীবালা ইস্কুলের সেলাই দিদিমনির মতো। যদিও গোঁসাই আদপেই কোনোদিন বলেন নি দিদিমনির শরীরে আত্মায় মারাত্মক রক্তপাত ঘটে গেছিল কিনা কিংবা বুকের নিচে হতশ্বাস ক্রমাগত দীর্ঘ হতে হতে বিকেলের সুখ-ছিন্ন আলোর জ্যা বরাবর নিজেকে মরণখাকি ভেবে বিশ্বাস হারানোর শব্দ উচ্চারণ করতে গিয়ে নিজের নখে তীব্র আঁশটে গন্ধে গা গুলিয়ে ওঠার বদলে একটা প্রচ্ছন্ন আত্মতৃপ্তি আদৌ হয়েছিল কিনা। 

 

আসলে সব গল্পেই কি দূষিত রক্তের ঘ্রাণ থাকে নাকি থাকতে হয়!

 

তুমি বলেছিলে বলেই কুলত্যাগিনী হবার ইচ্ছেকে কথাবীজের সাথে অন্তর্বাসের ভেতর বেঁধে রাখি এমন করে যাতে পরাণ ফাইট্যা গেলেও সেই দ্রাবিড় ইচ্ছেটা যেন বুকের অন্তর্গতে গুড়িসুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে রেখে এক হিংস্র নপুংসকের কাছে আজীবন বশ্যতা মেনে চলে। তবে তুমি বললেও এবার নিজের নিঃশ্বাসকে কিন্তু খুব বেয়াদপ লাগছে। বেশিদিন এই মেহরুম জানের লাগাম ধরে রাখতে সে নারাজ। যেদিন সারারাত চাঁদ ভাঙবে নিঃশব্দ আর হাওয়া, কোনো কথা থাকবে না  সেইদিন...

 

শুনছো, হে অমৃতস্য পুত্রা........

            নাউ আই ডিসার্ভ আ মোমেন্ট উইদাউট ব্রিদিইং



চন্দ্রাণী গোস্বামী

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ