কিছুই হয় না
কিছুতেই কিছু হয় না।
যেমন দশ বিশ পদ লেখা না হলেও
কোনো বেদনার্ত অন্ধকার নামে না
লালদিঘির উত্তর বা পশ্চিমদিকে।
অথবা, গ্রীল বেয়ে বেয়ে অপরাজিতা
না উঠলেও কোনো অশ্রুধারা
পড়ে না গড়িয়ে।
কিছুতেই কিছু হয় না।
যেমন আকাশে কোনো মায়াবী স্বর্ণাভ রঙের
সৃষ্টি হলেও
ফুসফুসে ভায়োলিন না বাজতে পারে,
এবং ধংসস্তূপে রজনীগন্ধার
জন্ম হতে পারে।
আসলে কিছুতেই কিছু হয় না।
0 মন্তব্যসমূহ