সাম্প্রতিক

6/recent/ticker-posts

মন্দার মুখোপাধ্যায়

 


স্মৃতিযান



বৃষ্টি ফোঁটায় আহা স্মরণ বিন্দুগুলি

ধূসর হয়না স্মৃতি

পাথরের মধ্যে যে গোলাকার

সেই গর্ভজলে ভরা থাকে মন

জল খায়,  স্নান সারে -ছাতারে শালিখ

কয়েকটা পাতা আর ফুল তুলে এনে

দুহাত অঞ্জলি করে ছড়িয়ে দিয়েছি

বৃষ্টির ফোঁটায় নাড়া খেয়ে ছোট্ট পরিসরেও

ভেসে ভেসে তারা ঠিক দিক বদলায়

ধরা জল ছলকায়

ডানা ঝাপটায় পাখি 

বাতাসের হু হু এসে ছুঁয়ে ছুঁয়ে যায়

কার যেন চিতাভস্ম 

সাদা ওই পাথরের নীচে -

দেখে মনে হয়, জলপাত্র

পাখিরা বসবে বলে

আসলে তা স্মৃতির বসত

পাতা ফুলে ভেসে ভেসে

বসতের মাঝে ওই স্মৃতিযান

চোখের ওপর তবু ভীষণ আড়ালে

গভীর শিকড় ঘিরে মানুষ পৃথিবী

শূন্য থেকে মহাশূন্য জড়িয়ে জাপটে।।  

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ