সাম্প্রতিক

6/recent/ticker-posts

সুমিতাভ ঘোষাল/জুন'২০২২

 

দুটি কবিতা

লীলা 

কোথাও ছিল না কিছু , তবু
ছিল কিছু অবিমিশ্র লীলা


কামনা বর্জনে বড় সাধ ছিল
ছিল উৎসে ফেরার বাসনা


শূন্য বুঝি সর্বত্রই থাকে ?
তবু শূন্য থাকে কি কোথাও ? ?


দাহপর্বের পর জল বায়ু মাটি
অদৃশ্য বীজ ফোটে মায়ার আখরে


নাস্তির অস্তিত্ব কোথাও কি থাকে ?


কামনা বর্জনে বড় সাধ ছিল
ছিল উৎসে ফেরার বাসনা




বাঁশি   


সারারাত আমি আর অমোঘ বাঁশির সুর
যজ্ঞের আলোর মত পবিত্র ও স্থির

বুঝতে পারি অতিদীর্ঘ এই ব্ল্যাকহোল
এভাবেই পেরিয়ে এলাম অনেকটা

বাঙ্ময় মূরতি আর তার মধ্যে কিছুটা সিম্ফনি
ছন্দ আর আভাসের এটুকুই রেশ

মাঝে মাঝে চোখ চিক চিক করে ওঠে
বিষাদ কুসুম আর আশ্চর্য
  ঝরোখা

এক হাতে
  সুরের ম্যাজিক
অন্য হাতে ক্ষত সারাবার উপশম
 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ