সাম্প্রতিক

6/recent/ticker-posts

সজ্জ্বল দত্ত /জুন'২০২২

 

স্বপ্ন 

             

আর কতদিন কালো রাক্ষুসে মড়া ছুঁয়ে 

                            ' মহাশ্মশান ঘুম 

তাজা মড়া বাসি মড়া শুষছে তো শুষছেই 

ফুলেফেঁপে যমরাজ 

রক্ত মজ্জা ঘিলু মাখামাখি সারামুখ 

মড়া ঘেঁটে কালু ডোম গরাদ খামছে মুঠো 

রাস্তা বন্ধ ... তালা 

সারারাত ছটফট - 

ঝাঁকাই ... রাস্তা দাও 

কিভাবে ফুরোবে রাত 

শুয়ে শুয়ে ঘেমে স্নান -  

এক আঁচড় রঙ যেন দূর বহুদূর থেকে ... 

একটা ... একটা ... আরো নতুন রঙের ফোঁটা 

আয় দেখি ভেসে ভেসে ক্যামেলবাক্স আয় 

সরু মোটা তুলি আয় 

বুক চিরে ঘুম ছিঁড়ে আয় জল তেল আয় 

আজ তবে পথ আঁকি 

হাসিমুখ ফুল আঁকি 

সমান-সমান আঁকি 

হাওয়ায় চতুর্দিকে গোছা গোছা ক্যানভাস 

                            ড্রইং খাতার পাতা 

জ্যান্ত অর্ধ যত শক্ত ফ্যাকাশে মড়া 

                            শূন্যে মিলিয়ে ধুলো 

নতুন সূর্যছবি পাতা জুড়ে লালে লাল 

লালে মোড়া বালুতট 

পতাকা হাতুড়ি চিহ্ন 

নুনরক্ত ঘামে ভিজে দাপটশূন্য চেয়ার - 

ঋণ আমার পথচলতি ... 

আমাদের রঙে শক্তি 

লোহিত সাগর জল 

একসাথে স্নান সেরে আমি-তুমি মুহূর্তযাপন 

আমি-তুমি আকাশপানে মুঠো 

আড়ালে জনস্রোতে মিছিলে ঘরের কোণে 

                              চুম্বনে প্রাণের শব্দে 

সে ঋণ শ্মশানঘুমে ডোমের ভোরের স্বপ্ন 

 

                              এটুকু সত্যি আঁকা থাক 

 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ