যখন কিছুই লিখব ভাবি তুমি এসে দাঁড়াও।
আমি থমকে তাকাই,আমার কলম চুপ কথা বলে।
শব্দ খুঁজতে গিয়ে সময় ছবি দেখে।
একেকটা রাত স্মরণীয় শোক এনে দেয় শিশিরের শব্দে।
ছোবল মারতে মারতে গলা থেকে বেরিয়ে আসে সাপ,তোমার
গায়ে বিষ লেগে যায়।
চারদিকে,ছড়িয়ে যায় সে বিষ। শহর থেকে
গ্রামে আর গ্রাম থেকে মহানগর।
তোমার শরীরে এসে তারা জল হয়ে যায়।
শুষে নিচ্ছ যাবতীয় বিষ
আর আমি সুন্দর হয়ে উঠছি আরো।
আজ,সমস্ত অসুস্থ বাঘেরা মায়ের কাছে ঘুমিয়ে পড়েছে।
ওদের চোখ আর দাঁত শিশিরের মতো ঝরে গেছে ঘাসে।
কেউ নেই না খেয়ে, কোথাও নেই দামামা,
মাঠে রবি ধানের সমবেত সঙ্গীত এখন বলে দিচ্ছে শুধু
পাখিদের জন্য ১৪৪ ধারা আকাশে।
পৃথিবী শান্ত হয়ে যাবার আগেই,
তোমার ঠোঁট ছুঁয়ে এখন বলে নিচ্ছি বিপ্লব আসন্ন হোক।
1 মন্তব্যসমূহ
আমার কলম চুপ কথা লেখে -- আহা! অন্যরকম লেখা। ভালোলাগ।
উত্তরমুছুন