বজ্র ও বৃষ্টিপাত
খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘষটে ঘষটে
সময়ের থেকে সময়ের মধ্যে দিয়ে চলা
একটা গলি আর তার দু-বাহু জুড়ে ঘন কালো
মাঝে ছিমছিমে আলো ঘষটানো ছায়া
নিজের থেকে বড়ো মাথার উপরে মাথা
তারও দু-পাশ চেপে ধরেছে ঘন কালো
মনে হচ্ছে এইমাত্র কালো ফুঁড়ে বেড়িয়ে আসবে
ছায়াশরীর আর নিজেরই উপর চেপে বসবে
দু-হাতে বজ্র নিয়ে
আর বৃষ্টিপাত
কালো ভেসে কালো ঘেঁষে
দৌড়ে যাচ্ছে বৃষ্টি আরও কোনো এক কালোর খোঁজে
শরীরের থেকে বড়ো ছায়া ছেয়ে যাচ্ছে
খুড়িয়ে খুড়িয়ে চলা সময়ের ভিতর দাঁড়িয়ে
দু-বাহু জুড়ে ঘন কালো আর বৃষ্টিপাত
0 মন্তব্যসমূহ