সাম্প্রতিক

6/recent/ticker-posts

নন্দিনী সঞ্চারী / জুন'২০২২

 




দ্বিখন্ডিত



 দিদার কাছে শুনতাম সেইসব প্রাচীন আখ্যান

কেমন করে অর্জুন দেখেছিল পাখির চোখ
আর একলব্যের আঙুল থেকে অঝোর রক্তপাত
শুনতাম আর ভাবতাম কোন সেই প্রাচীন নগরী
যেখানে কৃষ্ণের মহিমায় অগ্নিরূপ পাঞ্চালির শোক

এই পাঠে এখনও কুরুক্ষেত্রের যুদ্ধ বসিয়েছ!
অসম, বড়ই অসম সেই দ্রোহ
ক্লান্ত করে । কূট, বড় অপ্রীতিকর মোহ!

আমিতো চেয়ে গেছি ওই দ্রাক্ষাবন
সরস্বতী নদী আর অবিন্যস্ত কেশপাশ খুলে
অবসরে মধ্যাহ্নযাপন।
দেখি,পরাজিত প্রতি যুদ্ধ শেষে জরাসন্ধ দেহ।

 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ