সাম্প্রতিক

6/recent/ticker-posts

দেবযানী বসু

 




আটপৌরে কবিতা



 দৃশ্য মুছে দিয়ে সিরিজ

১. একটাই বিন্দু
রাজধানী। শহর। বাসগৃহ ।
                ছড়ামালায়
বৃষ্টি আর ট্রেনের মিলন।

২. পঁচাশিভাগ জীবনবৈচিত্র্য
মস। ফার্ন ।ঘাসকন্যা।
       উনুন
শেষ অর্জন দ্রৌপদী নারীর।

৩. হাঁসকলংক ও বিদূষী
পিতৃতান্ত্রিক। হংসজীবন। স্যাডিস্ট।
                   পরিবর্তে
মজদুর ময়ূর দিয়েছে ভালোবেসে।

৪. বিলকুল বদলেছি
কুয়াশাচ্ছন্ন। দূরাশাচ্ছন্ন। মনোরমাচ্ছন্ন।
                   প্রশ্নার্ত
নদী কখোন ফুলে উঠবে?

৫. ফুলে উঠছে আলো
জবরদখল। খবরদখল। আ- লোমিকা।
                 ক্যামেরাকল্যানে
বাথটাবের জল নাব্য এখন।

৬. প্রচলিত ভুলগুলি
গালগপ্পো। গালিগপ্পো। গানগপ্পো।
                ভুলসব
ঘাসকন্যারা ভদকায় নাইছে এখনো।

৭. পাথরের যাদুসংখ্যা
প্রকাশ্য। পাথর। গুপ্ত ।
           সংসারে
ভর দিয়ে আছে বাঁচতে।

৮. নিঃসঙ্গতা দলছুট খরগোশ
হিসাবযন্ত্র। বান্ডিলকাগজ। ভায়োলিন ।
                নিঃসঙ্গতার
আজ কোনো ছুটি নেই।

৯. উদযাপন দিতে পারি
হাতের। সীমারেখা। পায়ের।
            চাঁদের
সহস্রপিঠ, তাই সে মহৎ।

১০.
  এক টুকরো মেঘমাল্য
পুষ্পস্তবক। হৃদয়মালাপুর । ভুলস্বর্গ।
                 মালাকারের
আসমান জমিন বন্ধক রেখেছি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ