সাম্প্রতিক

6/recent/ticker-posts

চিরঞ্জীব হালদার

 



দুটি কবিতা


খেলা


 

চরিত্র এবং কৌশলের মধ্যে অস্তরাগের খেলা চলে

 

আজানুলম্বিত দৃঢ়তা আর মেঘলা দিন ভেদ করে উঠে আসা  বাহুবলী

রচিত বেপরোয়া ঘুঁটি

 

সব সমীকরণ মুখস্থ করার পর যা পড়ে রইলো

যা তোমার বশে নেই অথচ তোমার ছায়া দিয়ে

অন্যেরা লাভজনক বোনভোজনের ফূর্তিগুলো সংগ্ৰহ করলো গোপন খাতায়

 

সবাইকে ভৌগলিক ভাবে নিরীক্ষন করা হবে

যারা নাভিতে চতুরতা জমিয়ে এগিয়ে দিচ্ছে দান

 

সন্দেহজনক গন্তব্যগুলো ঠিক কতটা লিপিবদ্ধ করার পর খুলে নেওয়া হবে

আমাদের দু'শ ছটা ক্যালসিয়াম 

ধর্মাবতার আপনি ভাবেন আমরা অপরাধী

তাহলে দুধসরোবরে কেন খিলজীর প্রেমিকাকে 

চোখ বেঁধে কোন এক মিথিলা স্তম্ভে জমিয়ে রাখলেন

 

আগামী তিনশো বছর কোন অন্তর্বাস পরবে না আমাদের কুন্তী

 

 

রুমাল


 

আমার এক প্রাক্তন বন্ধুর

মেসেজ এর বিষয় ছিল 

তার একটি বিশেষজ্ঞ লোক দরকার 

যে রুমালে পকেট বানাতে ওস্তাদ

 

কলাগাছের নৌকা বানানোর গপ্পোবাজ লোকটা 

কাল শুনি মারা গেছে 

স্মৃতির শানানোর অ্যাপ ডাউনলোড করার আগে

তার ছেলের নামটা মনে করার চেষ্টা করছি

 

এখনো জানা হয়নি স্মৃতি আর রুমালের 

নির্ধারিত জেন্ডার ঠিক না হলে একটি হারানো রুমাল

হয়ে উঠবে উন্মাদের পাঠশালা

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ