দুটি কবিতা
১
মৎস্যযন্ত্রণা
তীরের ঋজুতা ভেঙে
তিরতিরে বঁড়শির প্যাঁচানো ক্রুর কাঁটা
টুক করে বিঁধে যায় বোবা ঠোঁটে
জলজ সরলতা ছেড়ে
সাঁই করে তুলে আনো বায়বিক যন্ত্রণায়
মায়ের কাছে শোনেনি সে শিকারীর গল্প
নগণ্য ছটফটানি। মাৎস্যন্যায় ---
তাও টুকরো অধ্যায়!
আসলে ফাতনার মৃদু প্রলোভন আজও
বুঝতে
পারেনি সরলমতি মাছ...
২
পুরাতাত্ত্বিক
কিঞ্চিত আলাপী অভাবে
নিজেরই প্রয়াসদোষে, চাওয়া হল না,
পাওয়া হল না, দ্বিধাভরে
স্নেহের
বীজ, নিরুপায় ভুরু
ভেঙেচুরে যাওয়া
চোখ।
চিলেকোঠার কবিতার মতো
অদূরে গড়িয়ে যাওয়া মাধবীলতা
যেভাবে অল্প অল্প করে অভিনয় শিখে নেয়
সেভাবে প্রতিদিন ভেঙেছে প্রেমতাপ।
ওগো ফুল! যেটুকু ফুটে ওঠার দায়,
সেটুকুই তো পুরাতাত্ত্বিক...
0 মন্তব্যসমূহ