সাম্প্রতিক

6/recent/ticker-posts

যশোধরা রায়চৌধুরী

 



স্বর

 

সকল স্বরের মধ্যে ফুটে উঠছে একটি মাত্র স্বর

 সে স্বর আমারই । কিন্তু সেই স্বর কারো নয় আর। 

একদিকে কোলাহলে ডুবে যাচ্ছে প্রতিটি আখর

অন্যদিকে তোমার নিঃশব্দ অবহেলা

 

মধ্যেখানে কথা বলতে চেয়ে শুধু কেঁপেকেঁপে ওঠা ঠোঁট... তাইই

আমার স্বরের শুরু... আঙুল তুলবে না তুমি? চুপ করাবে না?

 

বরং নামিয়ে এনে ঠোঁটের ওপর রাখো দেখি

রেখায় অঙ্কিত আছে আমার স্বরের সব সম্ভাবনা এইখানে

 

কাঁপা , নিভে যাওয়া শিখাটির সলতে যেইখানে, সেই প্রদীপের নিচে,

 

ঠোঁটের ঝিনুকে...

 


একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ