সাম্প্রতিক

6/recent/ticker-posts

মন্দার মুখোপাধ্যায়

 


উইকেন্ড - সাতই মাঘ



এই রক্ত করবীর  থেকেও কী রাঙা
এখন তোমার নেশাতুর  চোখদুটো!
দামী মদ কয়েক পাত্তর
আসক্তির মোক্ষম আবেশ
শ্রান্তিতে আরোগ্য স্নান-
ভাত আর ডিমের ডালনা
একা আজ রাতের খাবারে
সারাদিন চৈ  চৈ - উড়ো খই
তোমাকে জড়িয়ে টানামানি  হা- ডু -ডু ডু
হার - নয় জিৎ
বিশ্রামের  ছুটি
ক্লান্ত বিজন নিশীথেও
যখন তখন ডাক
এখানে সেখানে দৌড়
সক্ষম দাপটে স্টেথো হাতে -
তবু,
নন্দিনী তোমাকেই  ডেকে গেল
ভোরের আলোয় হিম
ধানী রং শাড়িটিতে অমল ঝলক
তার 
নিঃশ্বাস বসন্ত বাতাসে----
কুমোরটুলিতে শেষ টানে 
প্রতিমার চক্ষুদান আজ রাত ভোর
রঙে ভিজে  আছে তুলি
ছড়িয়ে ছিটিয়ে পদ্মাসনারা
হংসীর পিঠে ঠায়
যার যার বীণাটি আঁকড়ে -
শেষ হওয়ার আগে 
যাও ,
একবার গিয়েই দেখোনা
শত শত মাটির প্রতিমা
তোমার প্রণাম চেয়ে
এই শহরেই-
কুমোরের ঘরে দোর নেই-
রং আছে ,তুলি আছে
শিশুটিও
শীর্ণ বউ-  হেঁশেল সামলে
চাল শুধু বাড়ন্ত ভাঁড়ারে.....
সময়  ভিক্ষে না চেয়ে
নন্দিনী আড়াল করে রাখে
সোনার বীণার  সেই  তার 
আর মৃদু মধু ঝংকার
শুধু তোমাকেই অরূপ  চেনাতে চেয়ে

 

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ