সাম্প্রতিক

6/recent/ticker-posts

দুলাল সমাদ্দার



দুটি কবিতা


ভোর

 


ভোর বলতেই -

আমার চোখের সামনে অজান্তে

একটা আলোকময় ব্যাপার

ঘটে যায়।

রংচটা ভাঙাচোরা একটা জীবন

অকস্মাৎ বর্ণময় হলে ওঠে ,

হঠাৎ একঘেয়ে বাঁচা

সরল রেখার সমান্তরাল ছেড়ে

খুঁজে পায় উত্তেজক বাঁক।

 

তাই ভোর শব্দটাকে

আমি বীজমন্ত্র করে নিয়েছি

অন্ধকার পেরোনো

               এখন খুব সহজ।

 

 


 

শেষ সত্য

 

একদিন সব ঝরে যায়

গাছ থেকে পাতা

হাত থেকে হাত

দিন থেকে রাত

কোলাহল থেকে ক্রমে হিম নিরবতা।

 

শরীরে শৈবাল জমে

রাত্রি জমে হাড়ের ভিতর

দু'চোখে দ্বিতীয় ঋতু

পুঞ্জ পুঞ্জ মেঘ জমে থাকে

সে সকল ও একদিন ঝরে যায়

চিতার অন্তিমে ছাই , রূপোলি উৎসব।

একমাত্র স্থিত প্রজ্ঞ মহাকাল




একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ