সাম্প্রতিক

6/recent/ticker-posts

বৈশাখী রায় চৌধুরী


  

দেহত্যাগ

 

একটা শীতজ্বর থেকে জেগে উঠে এগিয়ে যাচ্ছি শহরের দিকে 

শহরের মাঝখানে জ্বলছে জামরঙের অগ্নিকুন্ড 

 

সেখানে ঝাঁপ দিতে হবে আমাকে 

 

আমার পোড়া শরীরের ওম নেওয়ার জন্য হাঁ করে তাকিয়ে আছে বুভুক্ষু শেয়ালের দল

 

এবার খুলি ফটানো হবে আমার

 

বেরিয়ে আসবে লক্ষ লক্ষ পুতুল খেলা বিকেল

আর শব্দ বাক্য অনুচ্ছেদের পরম্পরা

 

'' এবার শীতে আমাকে একটা লাল সোয়েটার বুনে দেবে সীতা '' 

 

মাইরি বলছি সেদিন আমি একবারও বেঁচে যেতে চাইনি 

শুধু চেয়েছিলাম পৃথিবীতে শীতকালটা যেন দীর্ঘস্থায়ী হয়।

 

--------------------------------------

ছবি ঋণ: গুগল


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ