কেনো এভাবে তাকিয়ে
কেনো এভাবে তাকিয়ে – ?
পড়ছি এলানো চুলের শোভা, যেনো মহুয়ার বাতাসে
দুলতে থাকা
নারিকেল পাতা।
মাথাকে ঘর্মাক্ত করছে কানের ভূষণ :
এ কি সকালের উঠতি রোদে খেলতে থাকা
পাকা আমের ঔজ্জ্বল্যে পাশের ভূভাগ ?
ঘাসের ডগায় হাস্যোজ্জ্বল
সোনালি শিশির ?
পড়ছি রামধনু-ভ্রূ, উন্নত নাকের এ-ঢালু ও-ঢালু,
পাঁপড়ি নরম গোলাপি ওষ্ঠদ্বয় উঠানামা করলে
মুক্তোদানা টের পায় দাঁতের কী সৌন্দর্য – পড়ছি তাও!
দৃষ্টি দিচ্ছি চিবুকের দিকে, যেখানে তিলের উঁকি,
সে তিলের সম হতে লাগবে কতো ভরি স্বর্ণ!
এভাবেই মুখটিকে ভাবছি একটি কালজয়ী ছোটগল্পের অধিক।
বিরতির ধার না ধারে – এভাবে দেহ পড়ায় মনকে নিবিষ্ট করায়
বাক্যেরা অধৈর্য হয়ে ভেতরের বইয়ের দোকানে যে আগুন লাগিয়েছে
কে হবে এখন এ সবের নির্বাপক ?
কেনো এভাবে তাকিয়ে – ?
পড়ছি পূর্ণিমার পাহাড়-পর্বত, নদীনালা, বাঁক – সমতল এলাকাও।
0 মন্তব্যসমূহ