দুটি কবিতা
শকুনমুখো ইতিহাস
একটু একটু লাশের ঠিকানায়
কয়েকটি চিতা-কাঠ
একরাশ উত্তরে ছাই
বাকিটুকু আপনাদের চোখ-মুখ
ট্রান্সফার রিলেশন। সিনেমা পর্দায়
প্রতিদিন নতুন। শুটিং কিংবা সিনেমা
গুণফল আর ভাগশেষের মিলিত প্রবাহ
অলিখিত জার্নালে
ধুয়ে-ধোঁয়া পায়ের ছাপ
আজকের সকাল আর পৌনঃপুনিক কাউন্টডাউন
তবুও বিচারক অ্যাবসেন্ট,
শকুনমুখো কত ইতিহাস!
বিবেকের রাস্তায়
এ শহরে একঘেয়েমি জ্বর, ঠাণ্ডায়
কয়েকটি পশু জীবন, এখনও
মেঘের সাথে মিশে শরীর
যেটুকু। তার গভীরেই পৃথিবী
মিথ্যা পোশাকের রহস্যময় যাদু
হঠাৎ অন্ধকূপ সন্ধ্যায়
ঘাম বিচারে কাঠাধিক ভাগফল
তবুও
ভিক্টোরিয়া যুগ থেকে সপ্তম সুন্দর
মৃত আগ্নেয়গিরিতে পদ্মের নাভি
তোমাদের স্বাধীনতা-আবেগ
আর আমরা বিবেকের রাস্তায়!
0 মন্তব্যসমূহ