কবিতা
ওম
সম্পর্কের বিনিময়ে
হাঁফিয়ে ওঠে সুখ।
মৃত্যু তাই একা।
মন খারাপের সঙ্গে চাঁদ
সহবাসে
প্লাবন কে বারান্দায়
দেখেছি হাসতে।
মায়ের বুনে রাখা নকশী
কাঁথায় আমি তখন নির্বাসনে যাই।
সেই চেনা ওম।উনুনের
পাশে মুরিমাখা ডাকনাম!
সব অন্ধকার আর অস্পষ্ট
অক্ষরে জড়িয়ে রাখি তাকে।
হৃদয় খুঁড়ে অবিকল একই
রকম ফোঁড় তুলি নকশায়।
মিছিল কি আর ধুয়ে দিতে
পারে দেয়ালের নগ্নতা!
দূরে কেন কাছে এসো
ছায়া।
একটা সেলফি নেবো তোমায়
আমায়।
0 মন্তব্যসমূহ