বেঁচে থাকা
রোজ তিন চামচ শোক তিন বেলা নিই
এই প্রেসক্রিপশন লিখে দিয়েছে রাষ্ট্র ও সমাজ
যদি কোনোদিন সুখ এসে দুয়ারে দাঁড়ায়
বিলিয়ে দেবো পাড়া প্রতিবেশীদের
সুখের কবিতা লেখা শুরু করতে
ভাবছি ভর্তি হবো প্রথম শ্রেণীতে
সুখের কবি হতেও শখ হয়
সমালোচকরা তৈরি থাকুন
হঠাৎ দুঃখ যদি একদিন ছেড়ে যায়
মনে হয় ভালো থাকবে না বেঁচে থাকা
বন্ধুকে বললাম , আমরা জ্বলছি , পুড়ে যাচ্ছি
সে মুচকি হাসি দেয়
তাকে বললাম
তুই কোনো গন্ধ পাচ্ছিস না বুঝি
তোর গায়ে কি উড়ে এসে লাগছে না ছাই
আবারও সে মুচকি হাসি দেয়
যদিও , যারা পোড়ে
তারা বলেনা , পুড়ে যাচ্ছি
শুঁকতে বলে না শরীরের গন্ধ
তোমার শরীরে ছাই লাগলে মুছে দেয়
বিশেষ কিছুই না
দুই বন্ধুতে মিলে সিগারেট টানছিলাম
0 মন্তব্যসমূহ