সাম্প্রতিক

6/recent/ticker-posts

গোলাম রসুল

 


জীবনের চেয়ে আরো সুন্দর একটি মুখ


 তোমরা বেঁচে আছো পাথরে আর চুনে

 

 কে প্রেরণা দেয় আমাদের হৃদয়কে

 সবচেয়ে উঁচু এক নির্দেশিকা

 

সমুদ্রের ওপর উঠে দাঁড়িয়ে রয়েছে আঙুরক্ষেত 

কুয়াশা ঢেকে দিচ্ছে আধুনিক শহর

 

দিগন্তে অস্ত যাচ্ছে জীবনের চেয়ে আরো সুন্দর একটি মুখ 

আর শুনতে পাচ্ছি উদ্ভিদের গোড়া থেকে গেয়ে ওঠা গান

 

সমুদ্রের সূচীকাজ 

সুতোগুলো উড়ছে দূরবর্তী পাখিদের মতো 

 

আমরা জানি না প্রকাণ্ড একটি গাছের শিল্প

ঝড়ের রুদ্র অক্ষর গুলো পড়ে রয়েছে 

আর  প্রতিবন্ধীদের থেকে মানুষের মধ্যে কে ছিলো শ্রেষ্ঠ হোমারের মতো

 

 সন্ধ্যা নামছে

 সারি সারি উটের গম্বুজ এগিয়ে চলেছে

 ঢেউয়ের ওপর চড়ে অন্ধকার

 

 হাওয়া গড়ে ওঠে তখন

 

 জলে ভেসে যায় মুখ একটি সত্যের মতো



খন জলে ভেসে যায় মুখ একটি সত্যের মতো 




 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ