সাম্প্রতিক

6/recent/ticker-posts

সোমা ভদ্র রায়





 কথা

 

 

হয়তো সে সব হাঙ্গামা হবারই ছিল                   

জলও তো অনেক দূর গড়িয়েছিল

 

জল তো শুধু গড়াবেই--ধর্মই তাই

 

তবুও আবার আকাশ দিকে চোখ

মনে এল অদ্ভুত বৃষ্টি দেখার ঝোঁক

 

এখন গৃহবন্দী সবকিছু ডিজিটাল

বুকে মধ্যে বাজছে মিলনের ঝাঁপতাল

 

তাল তো বাজবেই--ধর্মই তাই

 

সেসব দেখতে চেয়ে চোখ চেয়ে থাকে 

পর্দার ওপারে যেন সে ভালো থাকে

 

আরও জানতে চোখ রাখুন পর্দায়-ধর্মই তাই

 

ফোনের স্ক্রিনে আঙুল ছুঁতেই হাতে লাগে হাত 

হাত ছুঁয়ে যায় চোখের পাতার নরম জলের দাগ

 

কথা সব জড়ো হয়ে শক্তি জোগায়

শব্দ নাকি ব্রহ্ম হয়ে বার্তা পাঠায়

 

 শব্দ তো ছড়িয়ে যাবেই--ধর্মই তাই

 

শব্দরা সব অর্থ পায় কারোর ছোঁয়ায়

প্রাণ পেয়ে ইথারে ঘোরে কিসের মায়ায়

 

কথারা সব ভালো আছে ভালো থাকুক 

কথারা সব ভালো থাকে ভালো থাকুক

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ